কিশোর ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা

এ টি এম রফিকুল হুদা (৪৮) অবশেষে মারা গেলেন। ফরিদপুরের ব্যবসায়ী বাবার কাছে স্কুল পেরোনো সন্তান ফারদিন হুদা মুগ্ধের আবদার ছিল নতুন মডেলের মোটরবাইক। সন্তানের সাধ, আর বাবার সাধ্যে খুব বেশি ফারাক ছিল না। কারণ এক বছর আগেই ছেলেকে কিনে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা দামের মোটরবাইক। কিন্তু এবারের আবদারে সায় না দিতেই ক্ষুব্ধ সন্তান পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাবার শোবার ঘরে। দগ্ধ রফিকুল ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বুধবার বিকেলে ছেলে ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অবক্ষয়ের মর্মান্তিক এ উদাহরণে বিচলিত ও হতবাক সবাই। - See more at: http://www.kalerkantho.com/print-edition/first-page/2016/09/22/407752#sthash.0JiyJ9mQ.dpuf

জ্বিনদের সম্পর্কে অজানা কিছু তথ্য


অন্য প্রাণীর পাশাপাশি জ্বিনেরা মানুষের
রূপও ধারণ করতে পারে। মানুষের
মতো তারা চলাফেরা করে, খায়দায়,
ঘুমায়, পড়াশোনা করে, বিয়েশাদী করে,
নামাজ পড়ে আবার দুষ্টামিও করে।
*
আমার-আপনার চারপাশে যারা আছে,
যাদের সঙ্গে আমরা চলাফেরা করি,
ওঠাবসা করি, যারা আমাদের
বন্ধুবান্ধব--তারা সবাই মানুষ নয়,
কেউকেউ জ্বিন। এই যে আপনি এই
লেখাটা পড়ছেন, আপনি জ্বিন নয় তো?
নাকি আমি নিজেই একটা জ্বিন?
*
আসুন, জ্বিন সম্পর্কে কিছু তথ্য
জেনে নিইঃ--
=====================
👉আল্লাহ তা'আলা জ্বিনদের সৃষ্টি করেছেন
বৃহস্পতিবারে (ফেরেশতা বুধবার, আদম
শুক্রবার)।
👉জ্বিনেরা বহুরূপী। এরা মানুষ, পশু, সাপ,
বিচ্ছু ও পাখির আকার ধারণ
করতে পারে।
👉সাদা সাপ ও কালো কুকুর অবশ্যই জ্বিন।
এদের দেখলে তিনবার
তাড়িয়ে দিতে হবে। তারপরও
যদি আক্রমণ
করে তাহলে হত্যা করা যাবে।
👉জ্বিনদের বাসস্থান টয়লেট, গর্ত,
পাহাড়, ড্রেন, খোলা মাঠ, খেজুর গাছ,
বিল এবং বাড়ির ছাদ।
👉ভালো জ্বিন বাড়ির
ছাদে থেকে মানুষদের পাহারা দেয়।
খারাপ জ্বিন (ভুত বা শয়তান)
থাকে টয়লেটে।
👉হাড়গোড়, কয়লা এবং গোবর জ্বিনদের
খাবার।
👉জ্বিনে-মানুষে বিয়ে হয়,
তবে এটা শরিয়ত বিরোধী।
👉পাপী জ্বিনদের বেশিরভাগ
ইরাকে বসবাস করে।
👉জ্বিনেরা গোসল করে রাতে। তাই
রাতে পানিতে নামা উচিত নয়।
👉জ্বিনের আছরের কারণে মৃগী রোগ
হয়।
👉ঘাসের জমিতে জ্বিনেরা নামাজ
পড়ে, তাই ঘাসের জমি অপবিত্র
করা অনুচিত।
👉ঘরে লেবু থাকলে জ্বিন প্রবেশ
করে না।
👉প্লেগ রোগ হলো জ্বিনদের
হামলাবিশেষ।
সূত্র: ইসলামিক ব্লগ

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে নিয়োগ পেল বিড়াল!

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি বিড়ালকে নিয়োগ দেওয়া হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত বিখ্যাত পররাষ্ট্র ভবনে স্থান হয়েছে এর। এখন থেকে দেশটির গুরুত্বপূর্ণ কূটনীতিক ও মন্ত্রীদের সঙ্গে একই কার্যালয়ে থাকবে এই বিড়াল।
এনডিটিভি জানিয়েছে, প্রায় ২০০ বছর আগের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নাম অনুযায়ী বিড়ালটি নাম রাখা হয়েছে পালমারস্টোন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের নিয়োগপ্রাপ্ত এই বিড়ালের কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দপ্তরের ভবন থেকে ইঁদুর ধরে সেখানকার গুরুত্বপূর্ণ কাগজপত্রের সুরক্ষা দেবে এই বিড়াল।
পররাষ্ট্র দ্প্তরের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কূটনৈতিক দপ্তরে নতুন নিয়োগ পেয়েছে পালমারস্টোন, যে প্রধান ইঁদুর নিয়ন্ত্রণ হিসেবে কাজ করবে। এখন থেকে বিড়ালটি কিং চার্লস স্ট্রিটের পররাষ্ট্র দপ্তর ভবনের ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করবে।
বিবৃতিতে আরো বলা হয়, ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে পালমারস্টোনকে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পালমারস্টোনের নতুন আবাস পরিদর্শন করেছে।
পররাষ্ট্র দপ্তর থেকে মজা করে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তের জন্য জনগণকে কোনো বাড়তি কর দিতে হবে না।
ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস জানায়, পালমারস্টোন লন্ডনের রাস্তায় উদ্দেশ্যবিহীনভাবে ঘুরছিল। ওই সময় এর শারীরিক অবস্থা ছিল করুণ। আর এর শরীরে কোনো মাইক্রোচিপ না থাকায় আগের মালিক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। প্রতিষ্ঠানটি আরো জানায়, মানুষের সঙ্গে থাকা এবং আদর নেওয়া পছন্দ করে পালমারস্টোন।
যুক্তরাজ্যের সরকারি কার্যালয়ে বিড়াল নিয়োগের ঘটনা নতুন নয়। দেশটির অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবনেই বিড়ালের দেখা মেলে। পাঁচ বছর আগেই প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিয়োগ পেয়েছে ল্যারি নামের একটি বিড়াল। এমনকি বিড়ালটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও আছে, যেখানে অনুসারীর সংখ্যা ৪৭ হাজার ৯১৫!
সূত্র : NTV Online

যে ৫ ধরনের পুরুষকে সবসময়ে এড়িয়ে চলেন মেয়েরা!



কে কাকে কখন কিভাবে পছন্দ করবে এর কোন নিয়ম নেই। নিজের রুচি, ভাললাগার ভিত্তিতে প্রত্যেক মানুষ তাঁর সঙ্গী বা সঙ্গিনীকে বেছে নেন। তবু সাধারণভাবে দেখা যায়, বিশেষ কিছু ধরনের পুরুষ রয়েছেন যাঁদের এড়িয়ে চলেন মেয়েরা। চলুন পাঠক আজ আমরা জেনে নেই সেই বিশেষ ধরনের পুরুষ সম্পর্কে-
১. মূর্তিমান আস্তাকুঁড়: মেয়েরা নিজেরা সাধারণত পরিস্কার পরিচ্ছন্ন থাকতেই ভালবাসেন। তাই পুরুষ হিসেবেও তাঁরা পছন্দ করেন তাঁদেরই যাঁরা নিজেরা ফিটফাট থাকেন। নোংরা জামা, গায়ে ঘামের দুর্গন্ধ কিংবা চুলে জট আর উকুন যাঁদের— সেইসব পুরুষকে তাঁরা এড়িয়ে চলতে চান।
২. হাত দিয়ে জল গলে না: কিপটে মানুষদের শুধু মেয়েরা কেন, সঙ্গী হিসেবে কেউই পছন্দ করে না। রাস্তায় বেরোলে যে পুরুষ বান্ধবীকে ফুচকা ছাড়া আর কিছু খাওয়ার প্রস্তাব দেয় না, সিনেমা দেখতে হলে মাল্টিপ্লেক্সের বদলে ছারপোকাওয়ালা সিট সম্পন্ন ধ্যাড়ধ্যাড়ে হলে নিয়ে যায়, তাঁদের সঙ্গে বন্ধুত্ব করতে কোন মেয়েই বা চাইবে!
৩. মাতৃভক্ত: বাবা-মা-র প্রতি কোনও ছেলের ভক্তি-শ্রদ্ধা থাকলে কোনও মেয়ের তাতে সাধারণভাবে আপত্তি করার কথা নয়। কিন্তু বান্ধবীকে নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলেও যে ছেলে আগে মা-কে ফোন করে অনুমতি নেয়, তাকে মেয়েরা দুগ্ধপোষ্য শিশু বলে ভাবতে পারে, বন্ধু বা প্রেমিক মনে করা অসম্ভব।
শিশু-বিরোধী: এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, মেয়েরা সাধারণত সেইসব ছেলেকে বেশি পছন্দ করে যারা শিশুদের ভালবাসে। আসলে কোনও মেয়ে যখন কোনও পুরুষের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা ভাবে, তখন তার সঙ্গে সংসারজীবন কেমন হতে পারে, কিংবা এই মানুষটি তার সন্তানের বাবা হিসেবে কেমন হতে পারে, সেইসব ভাবনাও তাদের মনে খেলা করে। কাজেই যে ছেলে শিশুদের দেখলে বিরক্ত বোধ করে, তাদের কোলে নিয়ে আদর করার ইচ্ছে প্রকাশ করে না, সঙ্গী হিসেবে তাদের পছন্দ করে না মেয়েরা।
৫. চিরশিুশু‌: বড় হওয়ার পরেও কারো মধ্যে ছেলেমানুষি না ঘুচতেই পারে, অনেক মেয়ে সেই বিষয়টাকে বেশ ‘কিউট’ বলেও মনে করে। কিন্তু ছেলেমানুষির অর্থ যদি হয় অপরিণত বুদ্ধির মতো আচরণ করা তাহলে বিপদ। যে ছেলে নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারে না, কিংবা মানসিকভাবে কাউকে ভরসা দিতে পারে না, তেমন ছেলেকে নিজের প্রেমিক বা সঙ্গী হিসেবে পছন্দ নয় অধিকাংশ মেয়েরই।

ইসলাম গ্রহণ করেছেন নায়িকা অপু?


দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিললো নায়িকা অপু বিশ্বাসের। বিদেশে আছেন তিনি। তবে ভালো নেই। প্রচণ্ড মানসিক কষ্টে আছেন। শারীরিকভাবেও ভেঙে পড়েছেন এই নায়িকা। সহসা দেশে ফিরছেন না। শনিবার তার এক ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, অপু ভালো নেই। তার এই ভালো না থাকার জন্য শাকিব খান দায়ী। অপুকে বিয়ে করেছেন শাকিব এমনও দাবি তার।
বিয়ের সাল উল্লেখ করতে পারলেও কোন কাজী অফিসে বিয়ে হয় সূত্রটি তা জানাতে পারেননি। একজন প্রযোজক যিনি কিনা শাকিব-অপুর খুব কাছের মানুষ হিসেবে পরিচিত তিনি এই বিয়েতে সহযোগিতা করেন, বাসায় কাজী নিয়ে আসেন। গুলশানে শাকিবের বাসাতেই বিয়ে পড়ানো হয় বলে সূত্রটি দাবি করে বলেন, ওই প্রযোজক ছিলেন বিয়েতে উকিল বাবা। আর শাকিবের এক চাচাতো ভাই ছিলেন সাক্ষী। অপুর পক্ষে কোনো সাক্ষী ছিল না বলেও সূত্রের দাবি।
তবে সাকিব-অপুর বিয়েতে দুই পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

ফেসবুক নিয়ে বিড়ম্বনায় শাবনূর


দুই বছর আগে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন শাবনূর। ‘শাবনূর শাবনূর’ নামের অ্যাকাউন্টটিতে যোগ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের। প্রথম দিকে বেশ সরব ছিলেন। ছবি, স্টেটাসসহ নানা বিষয় ফেসবুকে শেয়ার করতেন। কিন্তু মাস ছয়েক পরেই ফেসবুকের প্রতি উদাসীন হয়ে পড়েন। আর লগ ইন করতেন না। দেড় বছর পর গত সপ্তাহে ঢুঁ মারেন অ্যাকাউন্টটিতে। আর তাতেই চোখ ছানাবড়া। চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাঁর টাইমলাইনকে বিলবোর্ড বানিয়ে ফেলেছে! শাবনূর বলেন, ‘একেকজন একেক ধরনের পোস্ট করেছে আমার টাইম লাইনে। কেউ নিজের ছবির প্রচারণা চালিয়েছেন, কেউ অভিনয়ের দৃশ্য ভিডিও করে আপলোড করেছেন, কেউ আবার নতুন নায়ক-নায়িকা চাই টাইপের বিজ্ঞাপন দিয়েছেন। এটা কেন! মানুষের কি ন্যূনতম জ্ঞানবোধ নেই? ভাবছি অ্যাকাউন্টটি বন্ধ করে দেব।’

সুখী জীবনের জন্য ২৫ টিপস


১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন৷
২. নির্জন কোন স্থানে একাকী অন্তত ১০
মিনিট কাটান ও নিজেকে নিয়ে ভাবুন৷
৩. ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে
থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয় গুলো সম্পর্কে মনস্থির করুন।
৪. নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে
তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত
খাবার কম খাবেন।
৫. সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন।
৬. প্রতিদিন অন্তত ৩ জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
৭. গালগপ্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা
করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয়
করবেন না। ভাল কাজে সময় ও শক্তি ব্যয়
করুন।
৮. সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার প্রজার মত এবং রাতের খাবার খাবেন
ভিক্ষুকের মত।
৯. জীবন সব সময় সমান যায় না, তবুও ভাল
কিছুর অপেক্ষা করতে শিখুন।
১০. অন্যকে ঘৃনা করে সময় নষ্ট করার জন্য
জীবন খুব ছোট, সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য।
১১. কঠিন করে কোন বিষয় ভাববেন না। সকল
বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন।
১২. সব তর্কে জিততে হবে এমন নয়, তবে
মতামত হিসাবে মেনে নিতে পারেন আবার
নাও মেনে নিতে পারেন। ১৩. আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন,
ভূলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে
নষ্ট করবেন না।
১৪. অন্যের জীবনের সাথে নিজের জীবন
তুলনা করবেন না।
১৫. কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই। আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে।
১৬. প্রতি ৫ বছরমেয়াদী পরিকল্পনা করুন
এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন।
১৭. গরীবকে সাহায্য করুন। দাতা হোন,
গ্রহীতা নয়।
১৮. অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং অাপনি
অাপনাকে কি ভাবছেন সেটা মুল্যায়ন করুন ও
সঠিক কাজটি করুন।
১৯. কষ্ট পুষে রাখবেন না। কারণ সময়ের
স্রোতে সব কষ্ট ভেসে যায় তাই কষ্টের
ব্যাপারে খোলামেলা অালাপ করুন ও ঘনিষ্টদের সাথে শেয়ার করুন।
২০. মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ
হোক তা বদলাবেই।
২১. অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরী অন্য
কেউ দেখভাল করবে না। করবে বন্ধু কিংবা
নিকটাত্মীয়রা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন।২২. ফেইসবুক অনেক সময় নষ্ট করে।
পোষ্টটি পড়তে পড়তেই অনেক খানি সময় নষ্ট
করেছেন। ফেইসবুকে আপনার সময় নির্দিষ্ট
করুন।কতক্ষণ সময় থাকবেন এখানে।
২৩. প্রতি রাত ঘুমানোর আগে আপনার জীবনের
জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন। ২৪. মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য
আপনি ক্ষমা পেয়েছেন। সেসব ভুল আর যেন না
হয় তার জন্য সতর্ক থাকুন।
২৫. আপনার বন্ধুদেরও তথ্যগুলো জানান, যেন
তারাও আপনার ভাল দিকগুলো সম্পর্কে জানেন
এবং আপনাকে আপনার মত করে চলত

Disqus Shortname

Pages