এ টি এম রফিকুল হুদা (৪৮) অবশেষে মারা গেলেন। ফরিদপুরের ব্যবসায়ী বাবার কাছে স্কুল পেরোনো সন্তান ফারদিন হুদা মুগ্ধের আবদার ছিল নতুন মডেলের মোটরবাইক। সন্তানের সাধ, আর বাবার সাধ্যে খুব বেশি ফারাক ছিল না। কারণ এক বছর আগেই ছেলেকে কিনে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা দামের মোটরবাইক। কিন্তু এবারের আবদারে সায় না দিতেই ক্ষুব্ধ সন্তান পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাবার শোবার ঘরে। দগ্ধ রফিকুল ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বুধবার বিকেলে ছেলে ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অবক্ষয়ের মর্মান্তিক এ উদাহরণে বিচলিত ও হতবাক সবাই। - See more at: http://www.kalerkantho.com/print-edition/first-page/2016/09/22/407752#sthash.0JiyJ9mQ.dpuf