দুই বছর আগে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন শাবনূর। ‘শাবনূর শাবনূর’ নামের অ্যাকাউন্টটিতে যোগ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের। প্রথম দিকে বেশ সরব ছিলেন। ছবি, স্টেটাসসহ নানা বিষয় ফেসবুকে শেয়ার করতেন। কিন্তু মাস ছয়েক পরেই ফেসবুকের প্রতি উদাসীন হয়ে পড়েন। আর লগ ইন করতেন না। দেড় বছর পর গত সপ্তাহে ঢুঁ মারেন অ্যাকাউন্টটিতে। আর তাতেই চোখ ছানাবড়া। চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাঁর টাইমলাইনকে বিলবোর্ড বানিয়ে ফেলেছে! শাবনূর বলেন, ‘একেকজন একেক ধরনের পোস্ট করেছে আমার টাইম লাইনে। কেউ নিজের ছবির প্রচারণা চালিয়েছেন, কেউ অভিনয়ের দৃশ্য ভিডিও করে আপলোড করেছেন, কেউ আবার নতুন নায়ক-নায়িকা চাই টাইপের বিজ্ঞাপন দিয়েছেন। এটা কেন! মানুষের কি ন্যূনতম জ্ঞানবোধ নেই? ভাবছি অ্যাকাউন্টটি বন্ধ করে দেব।’