ফেসবুক সম্পর্কে অজানা কিছু তথ্য : জেনে অবাক হবেন

আসসালামু আলাইকুম, আজ ফেসব্যক সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের প্রায় সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে । অনেকে হয়তো ৩/৪/৫ বছর যাবত ফেসবুক ব্যবহার করছেন তবুও জানেন না ফেসবুকের এই অবাক অরা তথ্য । জেনে নিন ফেসবুকের কিছু অবাক করা তথ্যঃ

১। ফেসবুকে ১ বিলিয়ন বা ১০০ কোটি অ্যাকটিভ ইউজার আছে। যার মধ্যে অন্তত অর্ধেক ইউজার প্রতিদিন ফেসবুকে লগ ইন করেন। মানে দাঁড়াল বিশ্বের সাতজন লোকের মধ্যে একজন ফেসবুকে ব্যবহার করে। আমেরিকার ৯৫ শতাংশ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে।

 
২। এলিয়েন )Allien) নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক কতৃপক্ষ ডিলিট করে দেয়।
৩। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রতি ১৫ মিনিটে সাত হাজার ২শ ৪৬ জন করে বাড়ছে। সমালোচকরা ভবিষ্যৎবাণী করেছেন, ফেসবুকের মৃত্যু আসন্ন। কিন্তু এসব গুজব একপাশে সরিয়ে জনপ্রিয়তার প্রায় প্রলয়সীমা অতিক্রম করে চলেছে সামাজিক যোগাযোগের বিশাল এ মাধ্যমটি

৪। Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যধি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনত এই ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করে। কয়েকটি দেশে এই রোগ নিরাময়ের জন্য নিরাময় কেন্দ্র আছে

৫। অস্ট্রেলিয়ায় এক মা তার মেয়ের নাম রাখেন লাইক। কারণ সেই শিশু গর্ভে থাকাকালীন মা ফেসবুকে  ‘like’ করলেই কিক করত। এখানেই শেষ নয় ইজিপ্টে এক দম্পতি তাদের সদ্যোজাত কন্যা সন্তানের নাম রাখেন ফেসবুক। দেশে ফেসবুকে সরকারের নজরদারির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই কাজ করেন সেই
৬। প্রতি ইউজার গড়ে ডেইলি এক ঘণ্টা করে সময় ফেসবুকের জন্য খরচ করেন।

৭। এক গবেষনায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের ৬০% তার পূর্ববর্তী ভালবাসার মানুষটিকে (Ex) ফেসবুকের মাধ্যমে গোপনে লক্ষ্য রাখে।

৮। লাল-সবুজ বর্ণান্ধতায় ভুগছেন মার্ক জুকারবার্গ। আর এজন্যই ফেসবুকের মূল রঙ নীল। নীল হচ্ছে, বিশ্বাস ও সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি রঙ। আর এ বিশ্বাস ও সুরক্ষা মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য একদম অপরিহার্য।

Share this

Related Posts

Previous
Next Post »

Disqus Shortname

Pages